পূর্ব বর্ধমানে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাবের জন্য বরাদ্দ সরকারি টাকা লোপাটের ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকও। জেলা পুলিশের দাবি, সরকারি পোর্টাল হ্যাক করে এই টাকা লোপাট করা হয়েছে।
সোমবার হাসান আলি নামে একজনকে গ্রেপ্তারের পর পুলিশ জানতে পারে আরও কিছু তথ্য। এর ভিত্তিতে মালদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিন্টু সেখ, জামাল সেখ, শ্রবণ সরকার ও রকি সেখকে গ্রেপ্তার করা হয়। এবং বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
গ্রেপ্তার রকি সেখ মালদহের একটি স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, তিনি বিভিন্ন স্কুলের অ্যাকাউন্ট লগইন তথ্য অন্যদের দিয়েছিলেন, যা টাকা চুরি করতে সাহায্য করেছে।
পূর্ব বর্ধমানের সাইবার থানার পুলিশ আরো জানিয়েছে, রাজ্যের “বাংলার শিক্ষা” পোর্টাল হ্যাক করে এই টাকা চুরি করা হয়েছে। প্রথমে হাসান আলি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়, যিনি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার খুদিটোলা এলাকার বাসিন্দা। তাকে জেরা করে আরও চারজনের সন্ধান পাওয়া যায় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়।