সবং, অমিত খিলাড়ি: প্রেমিকার কাছে ভালোবাসার প্রতিশ্রুতি দিতে গিয়ে উল্টো পুলিশের জালে ধরা পড়লো এক যুবক। কথায় আছে, ‘প্রেম মানে না বাধা’। আর যখন ‘প্রমিস ডে’র মতো বিশেষ দিন, তখন প্রেমিকার কাছে দেওয়া প্রতিশ্রুতি তো রাখতেই হবে! সেই প্রতিশ্রুতি রাখতে গিয়েই সোমবার গভীর রাতে সবংয়ের এক যুবক বাইক রাস্তার ধারে রেখে প্রেমিকার বাড়িতে পৌঁছে যান। আর তাতেই ঘটে বিপত্তি!
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে সবং বাজার এলাকায় একটি নির্জন রাস্তার পাশে বাইক দাঁড়িয়ে থাকতে দেখেন টহলরত পুলিশ আধিকারিকরা। সন্দেহজনকভাবে বাইকটি নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকায় টহলরত পুলিশ আধিকারিকরা গাড়ি থেকে নেমে আশেপাশে খোঁজখবর করেন বাইকটি কার। কিন্তু কোন উত্তর না পেয়ে বাইকটি থানায় নিয়ে আসে। মঙ্গলবার বিকেল নাগাদ সবং-এ র কাটাখালি এলাকার এক যুবক সেই বাইকের চুরির অভিযোগ জানাতে আসেন সবং থানায়। ওই যুবক অভিযোগ পত্রে লেখেন তার বাইক রাতে বাড়ি থেকে কেউ বা কারা চুরি করে নিয়ে পালিয়ে গেছে।

অভিযোগ পত্র দেখেই চক্ষু চরকগাছ সবং থানার পুলিশ আধিকারিকদের। পুলিশ তৎক্ষণাৎ সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার মোহাড় অঞ্চলের কাঁটাখালি এলাকার যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল সবং এলাকার এক যুবতীর। ভালোবাসা পাগল ওই প্রেমিক প্রমিস ডের দিন প্রমিস করতে বাইকে করে সবংয়ের প্রেমিকার বাড়িতে এসেছিল। পরিকল্পনা অনুযায়ী প্রেমিক যুবক বাইক নির্জন রাস্তার উপর রেখে প্রেমিকার বাড়িতে যায়।
রাতে টহলরত সবং থানা পুলিশের নজরে আসে রাস্তার উপর থাকা বাইকটি থানায় তুলে নিয়ে আসে। মঙ্গলবার ভোর নাগাদ প্রেমিকার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপর এসে দেখে বাইক নেই। প্রেমিকার পরিচয় গোপন রাখতে ওই যুবক বাড়ি গিয়ে বাইক চুরি হয়ে গিয়েছে বলে পরিবারের সদস্যদের জানায়।
জানাযায় ওই প্রেমিক যুবকের মা পেশায় একজন আশাকর্মী। মঙ্গলবার বিকাল নাগাদ সবং থানার দারস্থ হোন ওই প্রেমিক যুবক ও তার মা, থানাতে বাইক চুরির ফন্দি সাজান, অভিযোগে লেখেন তার বাইক বাড়ি থেকে কেউ বা কারা চুরি করেছে। অভিযোগ পড়ে সবং পুলিশের চোক্ষু চড়ক গাছ। সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রেমিকের বাইক চুরির সাজানো নাটক ধরে ফেলে। এবং তৎক্ষণাৎ প্রেমিক যুবক এবং তার মাকে আটক করে।