অমিত খিলাড়ি, ডেবরা: আগামী কাল অর্থাৎ ২৮/১১/২০২৪ থেকে আগামী ৯০ দিন বালিচক উড়ালপুলের কাজের জন্য অস্থায়ী রেলগেট দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।
সূত্রের খবর বালিচক রেলও ক্রসিং পারাপারের বর্তমান যে রাস্তা রয়েছে, সেই রাস্তার ওপরেই তৈরি হবে ওভার ব্রিজের দক্ষিণ পাশে বাকি থাকা একটি পিলার। সেই পিলারের কাজ সম্পন্ন হতে সময় লাগবে প্রায় ৯০ দিনের মতো। তাই আগামী ২৮ শে নভেম্বর থেকে আগামী ৯০ দিন বালিচক রেলওয়ে ক্রসিং দিয়ে বাইক, ছোটো গাড়ি সহ সমস্ত ধরনের যান চলাচল নিষিদ্ধ করলো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে বালিচক রেলওয়ে ক্রসিং এর গেট সিফটিং এর জন্য অনির্দিষ্টকালের জন্য বাস ট্রেকার সহ সমস্ত ধরনের বড় গাড়ি চলাচল নিষিদ্ধ করেছিল পূর্ত ও পরিবহন দফতর এবং রেলওয়ে কর্তৃপক্ষ। এবার ২৮ সে নভেম্বর থেকে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। যার জেরে আগামী ৯০ দিন চরম বিপাকে পড়তে হবে ডেবরা পিংলা সবং নারায়ণগড় এবং পটাশপুরের বিস্তীর্ণ এলাকার মানুষদের।
তবে মানুষের ভোগান্তি কিছুটা কমাতে ঘোরপথে দুটি গ্রামীন সড়ক দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ডেবরা প্রশাসন। এবার থেকে ডেবরার একাংশ, পিংলা, সবং, নারায়ণগড় ও পটাশপুর বিস্তীর্ণ এলাকার মানুষদের ১৬ নম্বর জাতীয় সড়ক ধরতে হলে কলকাতা গামী গাড়িকে বালিচক রেলও ক্রসিং পারাপারের পরিবর্তে বালিচক যাওয়ার পথে হরিহরপুর থেকে ডানদিকে প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক ধরে মিনি মার্কেট রাধামোহনপুর হয়ে আষাড়িতে গিয়ে উঠতে হবে। অপরদিকে খড়গপুরগামী গাড়িকে বালিচক শহরে ঢোকার ঠিক আগেই বিধান নগর মোড় থেকে অন্তলা শ্যামচক হয়ে বুড়ামালাতে গিয়ে জাতীয় সড়ক ধরতে হবে।
অপরদিকে ডেবরা বাজার থেকে পিংলা, সবং, কিংবা পটাশপুর ও নারায়ণগড় যাওয়ার জন্য বালিচক শহরে ঢোকার ঠিক আগেই বালিচক লকগেট থেকে ডান পাশে গ্রামীণ সড়ক ধরে শ্যামচক হয়ে আসতে হবে। তবে মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে সাধারণ মানুষ এবং গাড়ির চালকদের সাহায্যের জন্য ডেবরা ট্রাফিক পুলিশের তরফে বালিচক লগগেট, বিধান নগর মোড় এবং হরিহরপুরে ২৪ ঘন্টা জুড়ে পুলিশ ক্যাম্প করার ব্যবস্থা করা হয়েছে।