অমিত খিলাড়ি, সবং: শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১১ নম্বর মোহাড় অঞ্চলে মানবিক উদ্যোগের নজির গড়লেন পঞ্চায়েত সদস্য লালমোহন ভূঁইয়া। মোহাড় পূর্ব বুথের এলাকার প্রায় ৭০ থেকে ৮০ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র এবং ফল তুলে দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে লালমোহন ভূঁইয়া জানান, শীতের সময় অসহায় মানুষেরা যাতে কিছুটা উষ্ণতার স্বাদ পান, সেই উদ্দেশ্যেই এই আয়োজন। তিনি আরও বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারাও পঞ্চায়েত সদস্যের এই উদ্যোগে প্রশংসা করেছেন। তাঁদের মতে, এই ধরনের পদক্ষেপ শুধু সাহায্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতার একটি বড় উদাহরণ।
এমন মানবিক উদ্যোগে সবংয়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছেন।
The Midnapore Times এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন