নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আলু সরবরাহ বন্ধের ঘোষণা করেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকদের সংগঠন। আগামী ৩ ডিসেম্বর থেকে আলু সরবরাহ বন্ধ রাখা হবে বলে তারা জানিয়েছেন। এর ফলে রাজ্য জুড়ে আলুর সংকট দেখা দিতে পারে, যা খুচরা বাজারে আরও দাম বাড়াতে পারে আশঙ্কা করা যাছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে আলুর রপ্তানি নিষিদ্ধ করেছেন। এর ফলে, রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আলু বহনকারী ট্রাক সীমান্তে আটকে দেওয়া হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য ব্যাপক সমস্যা তৈরি করেছে। ব্যবসায়ীরা দাবি করছেন, যে এই নিষেধাজ্ঞার ফলে তাদের আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রাজ্যে আলুর দাম বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বিশেষ বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, হিমঘর থেকে ২৬ টাকা কেজি দামে আলু সরবরাহ করা হবে। তবে খুচরা বাজারে এই দাম ৩৫ থেকে ৪০ টাকায় পৌঁছেছে। এর ফলে, সাধারণ মানুষের জন্য আলু ক্রয় অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে।
ওপর দিকে ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে, রাজ্য সরকার অপ্রত্যাশিতভাবে আলুর রপ্তানিতে বাধা দিয়েছে এবং সীমান্তে ট্রাক আটকে জরিমানা আদায় করা হচ্ছে। ফলে, তারা আগামী ৩ ডিসেম্বর থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, সরকার তাদের দাবি পূর্ণ না হলে এই ধর্মঘট দীর্ঘদিন ধরে চলবে! এমন পরিস্থিতিতে রাজ্যে আলুর সরবরাহ বন্ধ হলে আলু সংকট তীব্র হবে এবং দাম আরও বাড়তে পারে। ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত সমস্যার সম্মুখীন হতে পারে।