দিল্লি থেকে কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেসে সরাসরি!

জানুয়ারি ২০২৫ থেকে চালু হচ্ছে নতুন দিল্লি-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বের সর্বোচ্চ সেতু পেরিয়ে যাবে এই ট্রেন।

Wavy Line

মাত্র ১৩ ঘণ্টায় ৮০০ কিমি

নতুন দিল্লি থেকে সন্ধ্যা ৭টায় যাত্রা শুরু। সকাল ৮টায় শ্রীনগরে পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস।

ট্রেনের স্টপেজ

স্টপেজ: – আম্বালা – লুধিয়ানা – জম্মু তাভি – কাটরা

উন্নত সুবিধাযুক্ত কোচ

– এসি ৩ স্তরের ১১টি কোচ – এসি ২ স্তরের ৪টি কোচ – এসি ১টি ফার্স্ট ক্লাস কোচ

বিশ্বের সর্বোচ্চ সেতু দিয়ে যাত্রা

বন্দে ভারত এক্সপ্রেস যাবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উপর দিয়ে। কাশ্মীরের সঙ্গে দিল্লির যোগসূত্র আরও মজবুত করবে এই প্রকল্প।