খড়গপুরের পানওয়ালার গান শুনে শ্রেয়ার কান্না!

ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার প্রতিভা শুভজিৎ চক্রবর্তী ঝড় তুললেন।

বিচারকদের মুগ্ধতা

অডিশন রাউন্ড থেকেই শুভজিতের সুরের জাদুতে মুগ্ধ বিচারকরা।

শ্রেয়ার আবেগাপ্লুত প্রতিক্রিয়া

শুভজিতের গান শুনে হাউ হাউ করে কেঁদে ফেললেন শ্রেয়া ঘোষাল।

‘আমায় ডুবাইলি রে...’

শুভজিৎ অন্তরা গাইতেই বিচারকরা নিজেরা ধরে রাখতে পারলেন না, বিশালকে জড়িয়ে ধরে শ্রেয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।

সেরা ১৫-তে শুভজিৎ

শ্রেয়া শুভজিতের হাতে সেরা ১৫-র মাইক তুলে দেন! তাঁর কথায়, “এই গানের সম্মোহন থেকে বের হতে চাই না।”

শুভজিতের সপ্ন

গানের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে পৌঁছেছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে।

খড়গপুরের প্রতিভা

গানের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে পৌঁছেছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে।

ইন্ডিয়ার হৃদয়ে জায়গা করার লড়াই

শুভজিতের গান গোটা ইন্ডিয়ার হৃদয়ে জায়গা করতে পারবে কি? সেটাই এখন দেখার বিষয়।

আরো খবর পেতে ফলো করুন