ট্যাব প্রকল্পে প্রতারিত ২৫৩ পড়ুয়ার টাকা ফেরত

পূর্ব মেদিনীপুরের ২৫৩ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ফেরানো হলো ২৫ লক্ষ টাকা।

কিভাবে টাকা ফেরত?

"তরুণের স্বপ্ন" প্রকল্পের জালিয়াতির ঘটনায় রাজ্য সরকার দ্বিতীয়বার টাকা পাঠালো।

কোন কোন স্কুলে জালিয়াতি?

৩২টি স্কুলে প্রতারণা। কোলাঘাট ব্লকের গোপালনগর ইনস্টিটিউশনের ২ পড়ুয়ার টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে ফিরেছে।

সাইবার প্রতারণার তদন্ত

এই ঘটনায় মোট ১০ জন গ্রেপ্তার। চোপড়া থেকে ধরা পড়া ৫ জনকে ১০ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

জেলা বিদ্যালয় পরিদর্শকের মন্তব্য

"পরীক্ষার আগে পড়ুয়াদের টাকা ফেরাতে পেরে ভালো লাগছে," বললেন শুভাশিস মিত্র।

পড়ুয়াদের স্বস্তি

টাকা ফেরানোর ফলে পড়ুয়ারা স্বস্তি পেয়েছে। পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে পারবে।

আপনার ট্যাব কেনার টাকা পেয়েছেন কিনা? কমেন্ট করে জানান !