তমলুকে নতুন রেল স্টেশন!

নীলকুন্ঠায় তৈরি হবে নতুন প্যাসেঞ্জার হল্ট স্টেশন। তমলুকবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগ

তমলুকের সাংসদ রেল বোর্ড থেকে প্রকল্পের অনুমোদন আনেন। খরচ ধরা হয়েছে ৬ কোটি ৫ লক্ষ টাকা।

দীর্ঘ অপেক্ষার অবসান

২০১৪ সালে পরিকল্পনা হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়নি। অবশেষে ১০ বছর পর মিললো সবুজ সংকেত।

রেল দফতরের সম্মতি

রেল বোর্ড নতুন স্টেশনের কাজ শুরু করতে সম্মতি দিয়েছে। আগস্ট মাসে সাংসদের চিঠির পর দ্রুত অনুমোদন মেলে।

খুশির হাওয়া তমলুকে

নতুন স্টেশনের খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। এলাকার উন্নতির জন্য আশাবাদী সবাই।

আপনার কাছের রেল স্টেশন এর নাম কি কমেন্ট করে জানান !