দীপক সর্দারের মর্মান্তিক মৃত্যু!
বালিচকের প্রখ্যাত সর্প উদ্ধারকারী দীপক সর্দার সাপের ছোবলে জীবন হারালেন।
কেউটে সাপের পরিচর্যা চলাকালীন দুর্ঘটনা
মঙ্গলবার, উদ্ধার করা একটি কেউটে সাপের পরিচর্যার সময় সাপটি দীপকবাবুকে ছোবল দেয়।
হাসপাতালে শেষ মুহূর্ত
চিকিৎসা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবেশ রক্ষায় দীপকবাবুর অবদান
দীপক সর্দার জীবনের অধিকাংশ সময় সর্প উদ্ধার ও পরিবেশ সংরক্ষণে ব্যয় করেছেন।
শোকাহত এলাকা
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শ্রদ্ধা ও সমবেদনা
পরিবেশবিদ ও সর্প বিশেষজ্ঞরা দীপকবাবুর আত্মার শান্তি কামনা করেছেন।
সম্পূর্ণ খবর পড়তে ক্লিক করুন